শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

১৯৬০ শিক্ষার্থীর টিকা ক্যাম্পিং শেষ করলো জবির মেডিকেল সেন্টার 

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১  

(রবিবার) দুপুর দুটা নাগাদ ৩৩০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করে সুষ্ঠুভাবে প্রথম ধাপে ক্যাম্পিং শেষ করে জবির মেডিকেল সেন্টার। পরবর্তী সময়ে যথাসময়ে শুরু করবে টিকার দ্বিতীয় ডোজ। 

গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের দিন টিকা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য। তারপর থেকে যথারীতি শিক্ষার্থীরা যারা পূর্বে নিবন্ধন করেছে বা করেননি তারা নিবন্ধন করে টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ সংগ্রহ করেন জবি মেডিক্যাল সেন্টার থেকে ও এনআইডি নিবন্ধন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। 

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, প্রথম দিনে ১০৫ জন, দ্বিতীয় দিনে ২৮০, তৃতীয় দিনে ৩৫০, চতুর্থ দিনে ৩৯৫ ও পঞ্চম দিনে ৫০০ এবং সর্বশেষ দিনে আজকে ৩৩০ শিক্ষার্থীকে সহ সর্বমোট ১৯৬০ জন শিক্ষার্থী টিকা প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, আমি তো এনআইডি জন্য টিকা রেজিষ্ট্রেশন করতে পারি নাই। কিন্তু মেডিকেল সেন্টারে একদিনে এনআইডি নম্বর দিয়ে সুন্দর ভাবে টিকা নিতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীদের অনেক সুবিধা হয়েছে। 

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় যদিও আরও আগে শুরু করতে পারতো এই টিকা ক্যাম্পেট তাহলে অধিকাংশ শিক্ষার্থীর ভোগান্তি কম হতো। এছাড়াও আজকে অনেকের পরীক্ষা থাকার জন্য সময়মতো টিকা নিতে পারে নাই। ক্যাম্পের সময়সীমা আরও দু-একদিন বাড়ানো প্রয়োজন ছিলো। 

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত এবং খুবই ভালো লাগছে বিষয়টি সম্পন্ন সুষ্ঠুভাবে শেষ করতে পেরে। আগামীতে আমরা সময় মতো দ্বিতীয় ডোজের ব্যবস্থা করবো সকলের জন্য। 

এই বিভাগের আরো খবর